দিন গণনা চলছে শারদীয় দুর্গোৎসবের
- আপডেট সময় : ০১:৫২:৩০ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩
- / ২১০৬ বার পড়া হয়েছে
দিন গণনা চলছে শারদীয় দুর্গোৎসবের। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এ ধর্মীয় উৎসবকে সামনে রেখে কারিগররা ব্যস্ত প্রতিমা সাজাতে। উৎসবে কয়েকস্তরের নিরাপত্তা পরিকল্পনা নিয়েছে সিলেট প্রশাসন। সাজসজ্জায় ভিন্নতা আনতে বরিশালের মন্দিরগুলোতে চলছে প্রতিযোগিতা। দূর্গার পাশাপাশি অপূর্ব সাজের আলোকসজ্জা ও তোরণ নির্মাণে ব্যস্ত সবাই।
দুর্গোৎসবকে ঘিরে সিলেটের সর্বত্র চলছে ব্যাপক প্রস্তুতি। আর ক’দিন পরেই মন্দিরে মন্দিরে প্রতিমা স্থাপন করা হবে। শিল্পীদের রঙিন তুলির আঁচড়ে প্রতিমাগুলো ধীরে ধীরে জীবন্ত হয়ে উঠছে।
আপস:…..
দ্রব্যমূল্যের উর্ধ্বগতির বাজারে দাম বেড়েছে প্রতিমারও। কারিগররা বলছেন, এবার প্রতিমা বিকিকিনিতে লাভের দেখা মিলবে না।
এদিকে শারদীয় উৎসব উপলক্ষে এবার সিলেট মহানগর ও জেলায় ৬১৭টি মন্ডপে পূজার আয়োজন করা হয়েছে। পূজার সময়কার নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের সাথে দফায় দফায় বৈঠক করেছে উদযাপন পরিষদ।
সট: রজত কান্তি গুপ্ত, সভাপতি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সিলেট মহানগর
সট: আজবাহার আলী শেখ, উপকমিশনার, সিলেট মেট্রোপলিটন পুলিশ।
এবার শ্রাবণ মাসে দুটি অমাবস্যা থাকায় ২০ অক্টোবর থেকে এ উৎসব শুরু হচ্ছে।
এদিকে, বরিশালে প্রতিমা শিল্পীদের হাতের নিপুণ কারুকাজে ফুটে উঠছে প্রত্যেকটি প্রতিমার নানান রূপ। প্রতিমাগুলোকে আরো বেশি স্বর্গীয় রূপ দিতে কাজ করছে মৃৎশিল্পীরা। আর পূজা মন্ডপ আকর্ষণীয় করে তুলতে মন্ডপের ভিতরে, বাহিরে এবং সড়কে আলোকসজ্জা। এবারের পূজায় আবহাওয়া অনুকূলে থাকলে প্রচুর দর্শনার্থী হবে প্রত্যাশা করছে পরিষদ।
সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তা দেবে। জেলায় ৪৮০টি পূজা মন্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাউৎসব।