দেশের মানুষ ভোট দিতে পারবে– বিএনপি এমন নির্বাচন চায় : মির্জা ফখরুল
- আপডেট সময় : ০৭:৪১:০৫ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩
- / ১৭৯১ বার পড়া হয়েছে
২০১৪ বা ১৮’র মতো নয়, দেশের মানুষ ভোট দিতে পারবে– বিএনপি এমন নির্বাচন চায় বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে সমস্ত ত্যাগ স্বীকারে প্রস্তুত জানিয়ে তিনি বলেন, আগের মতো আর নির্বাচন করতে পারবে না আওয়ামী লীগ।
রাজধানীর গুলশানে নো কমেন্টস বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন মির্জা ফখরুল। অনুষ্ঠানে নিরপেক্ষ সরকার ছাড়া দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে জানান বক্তারা।
রাজধানীর গুলশানের একটি হোটেলে বিএনপির আয়োজনে নো-কমেন্টস বইয়ের মোড়ক উন্মোচন করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
অনুষ্ঠানে বক্তারা অভিযোগ করেন, নির্বাচনী ব্যবস্থা উপর জনগনের কোন আস্থা নেই। আওয়ামী লীগ দিনের ভোট রাতে করে বিশ্বে কলঙ্কজনক অধ্যায় সৃষ্টি করেছে।
নিরপেক্ষ সরকার ছাড়া দেশে কোন দিন সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও জানান তারা।
প্রধান অতিথি বিএনপি মহাসচিব অভিযোগ করেন, সরকার আগের মত আবারো নির্বাচনের চক্রান্ত করছে।
জাতীয় ও আন্তর্জাতিক বিশ্ব গণতন্ত্রের পক্ষে জানিয়ে মর্জা ফখরুল বলেন, রাজপথের আন্দোলন আরো বেগবান করে বিজয় অর্জন করা হবে।