পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে আইনজীবীদের পদযাত্রা
- আপডেট সময় : ১০:৩৬:৪২ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩
- / ১৮৪৩ বার পড়া হয়েছে
এদিকে পুলিশী বাধায় পণ্ড হয়ে গেছে ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্টের পদযাত্রা। তবে মিথ্যা ও গায়েবী মামলায় বিএনপিসহ বিরোধী নেতাদের হয়রানী না করতে আইজিপির কাছে স্মারকলিপি দিয়েছেন আইনজীবীরা। দুপুরে ফ্রন্টের আহবায়ক অ্যাডভোকেট জয়নাল আবেদীনের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দল- আইজিপি’র কাছে স্মারকলিপি দেন।
বিএনপিসহ বিরোধ নেতাকর্মী ও পেশাজীবীদের বিরুদ্ধে মিথ্যা, গায়েবী ও হয়রানীমূলক রাজনৈতিক মামলার প্রতিবাদে আইজিপি ভবন অভিমুখে পদযাত্রা করে ইউনাইটেড ল’ ইয়ার্স ফ্রন্ট।
সুপ্রীমকোর্ট এলাকা থেকে বের হয়ে মাজার গেটে পদযাত্রাটি আটকে দেয় পুলিশ। সেখানেই অবস্থান কর্মসূচি পালন করে ফ্রন্টের আইনজীবীরা।
পরে ফ্রন্টের আহবায়ক অ্যাডভোকেট জয়নুল আবেদীনের নেতৃত্বে ৫ সদস্যদের প্রতিনিধি দল পুলিশ হেডকোয়ার্টারে গিয়ে আইজিপির কাছে স্মারকলিপি দেন।
স্মারকলিপি দেয়া শেষে সাংবাদিকদের কাছে নির্বাচন হবে কিনা তা নিয়ে শঙ্কার কথা জানান অ্যাডভোকেট জয়নুল আবেদীন।
পরে আনুষ্ঠানিকভাবে পদযাত্রা কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন তিনি।