দিনাজপুরে আইরিন আক্তার নামে একজনের মরদেহ উদ্ধার

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩৯:০৯ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩
- / ১৭৩৭ বার পড়া হয়েছে
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রানীবন্দর এলাকা থেকে আইরিন আক্তার নামে একজনের মরদেহ উদ্ধার করেছে চিরিরবন্দর থানা পুলিশ।
পুলিশ জানায় আজ সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে রানীবন্দরের ওয়েসিস স্কুলের পেছনের ড্রেনের মধ্যে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। চিরিরবন্দর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলুর রশিদ জানান স্থানীয়দের কাছ থেকে তথ্য পেয়ে আজ সকালে মরদহটি উদ্ধার করা হয়। মরদেহের ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।