খাগড়াছড়ির পানছড়িতে শর্ত ভঙ্গ করে বালু উত্তোলনের অভিযোগ
- আপডেট সময় : ০২:১৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩
- / ১৬২৯ বার পড়া হয়েছে
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার লোগাং বাজার ঘাট বালুমহালের ইজারাদারে ইজারার শর্ত ভঙ্গ করে বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। ফলে ক্ষতিমুখে আশপাশের বাগান ও কৃষি জমি। স্থানীয়দের দাবী শর্ত না মেনে বালু উত্তোলনের ফলে এলাকার ক্ষতি হচ্ছে। এলাকাবাসী উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এর সুরাহা কামনা করেছে।
জেলার পানছড়ির লোগাং বাজার ঘাটের নতুন বালুমহাল সরকারীভাবে অনুমোদন পায় ২০২২ সালে। এই বালু মহালের ইজারাদার ক্ষমতাসীন দলের প্রভাবশালী এক পরিবারের। ইজারা পাওয়ার পর থেকে বালুমহাল থেকে প্রতিদিন ১০-১৫টি ডাম্ব ট্রাকে করে বালু নেয়া হচ্ছে।
সম্প্রতি যে স্থান থেকে বালু তোলা হচ্ছে, সেখানে গভীর খাদের সৃষ্টি হয়েছে। ফলে ছড়ার আশেপাশের জমি ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে। অসুবিধার হচ্ছে পার্শ্ববর্তী প্রাথমিক বিদ্যালয় ও ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কেন্দ্রের কার্যক্রমে। সনাতন পদ্ধতিতে নির্দিষ্ট জায়গা থেকে বালু উত্তোলনের অনুমিত দিয়েছিলো স্থানীয় খাগড়াছড়ি পানি উন্নয়ন বোর্ড। যাকে আশেপাশের জমি ভাঙনের সন্মুখীন না হয়। এমন শর্তেই বালুমহাল ইজারা দেয়া হয় যা ভঙ্গ করা হয়েছে।
ইজারায় দেয়া শর্ত ভঙ্গের কথা স্বীকার করেছে বালুমহালের ইজারাদার। এদিকে জেলা প্রশাসক জানিয়েছেন, শর্ত ভঙ্গ করলে ব্যবস্থা নেয়া হবে। পানছড়ি উপজেলার লোগাং ছড়াটি প্রাকৃতিকভাবে খড় স্রোতা। বালুমহালের কারণে গভীর খাদের সৃষ্টি হয়েছে। বালুমহাল স্থানে ছড়ার গভীরতা বেড়ে এখন ১০ ফুটের বেশী। ইজারা দেয়ার পর প্রশাসনিক তদারকি না থাকায় প্রায় প্রতিটি জায়গায় এমন অনিয়মের অভিযোগ পাওয়া যাচ্ছে।