২৪ ঘণ্টা পর ফুরিয়ে যাবে গাজা উপত্যকার হাসপাতালগুলোর জ্বালানি
- আপডেট সময় : ০৩:৫৭:২৫ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩
- / ১৯১৩ বার পড়া হয়েছে
আগামী ২৪ ঘণ্টা পর ফুরিয়ে যাবে গাজা উপত্যকার হাসপাতালগুলোর জ্বালানি। ফলে প্রাণ হারাবেন বিপুল সংখ্যক মানুষ। এ আশঙ্কা প্রকাশ করে জাতিসংঘ। জানানো হয়, জেনারেটর থেকে বিকল্প সহায়তা নেয়া হচ্ছিলো, কিন্তু শিগগিরই ফুরোবে সেগুলোর জ্বালানি। ফলে, ঝুঁকিতে পড়বেন হাজারও রোগী। বিশেষভাবে, যারা রয়েছেন হাসপাতালের আইসিইউ’তে।
এদিকে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারস জানিয়েছে, তাদের পরিচালিত হাসপাতালগুলোয় মাত্র একমাসের চিকিৎসা সরঞ্জাম মজুদ রয়েছে। জরুরি পরিস্থিতিতে দ্রুত প্রয়োজন বর্হিবিশ্বের সহায়তা।
লেবাননের দক্ষিণাঞ্চলে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর সদর দফতরে রকেট হামলা হয়েছে।
এ হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে হামলার পরপরই সর্বোচ্চ সতর্কতা নেয়া হয় শান্তিরক্ষী বাহিনীর সদর দফতরে। কর্তৃপক্ষের সাথে বিষয়টি নিয়ে ফোনালাপ করেন লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি। সব ধরণের সহযোগিতা করার ঘোষণাও দেন তিনি।
হামাসের সাথে যুদ্ধ শুরুর পর থেকেই উত্তপ্ত হয়ে ওঠেছে ইসরাইল-লেবানন সীমান্ত। গত সপ্তাহে হামাসের হামলার পর থেকেই ইসরায়েলর সীমান্ত লক্ষ্য করে বিক্ষিপ্তভাবে গোলাবর্ষণ করে আসছে হিজবুল্লাহ। এর ফলে গাজার পাশাপাশি লেবাননের সাথে ইসরাইলের নতুন সংঘাত তৈরির শঙ্কা দেখা দিয়েছে।