প্রতিপক্ষকে দমাতে সরকার আইন ও বিচার বিভাগকে ব্যবহার করছে : আমীর খসরু

এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:১৬:১৬ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩
- / ১৭৪৩ বার পড়া হয়েছে
রাজনৈতিক প্রতিপক্ষকে দমাতে সরকার আইন ও বিচার বিভাগকে ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী।
সকালে চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। তিনি আরো বলেন, সরকার ইতিমধ্যে রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে।
সাধারণ মানুষ কোথাও ন্যায় বিচার পাচ্ছে না জানিয়ে আমির খসরু বলেন, বিষয়টি এখনি আমলে না নিলে অদূর ভবিষ্যতে জনগণ বিচার বিভাগের প্রতিও অনাস্থা জানাবে। ২০১৫ সালে ৫ জানুয়ারী বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় এই মামলা দায়ের হয়। ২৯ নভেম্বর এই মামলার অভিযোগ গঠনের পরবর্তি শুনানি।