গাইবান্ধায় পি’টিয়ে হ’ত্যার প্রবণতা দিন-দিন বাড়ছে

- আপডেট সময় : ০৫:১৭:৪২ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩
- / ১৭৩১ বার পড়া হয়েছে
গাইবান্ধায় পিটিয়ে হত্যার প্রবণতা দিন-দিন বেড়েছে। সাম্প্রতিক পলাশবাড়ি উপজেলায় পৃথক দুইটি ঘটনায় এমন চাঞ্চল্য সৃষ্টি হলে নড়ে চড়ে বসেছে প্রশাসন। তবে পুলিশ বলছে এই সব ঘটনা বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানোর পাশাপাশি সামাজিক সচেতনা বাড়াতে হবে। গাইবান্ধা থেকে কায়ছার প্লাবনের প্রতিবেদন।
পলাশবাড়ি উপজেলার মনোহরপুর চৌরাস্তা বাজারে চা খেতে আসেন শিশু বায়োজিদ হত্যা মামলার অন্যতম আসামী সিরিকুল।এমন খবরে নিহতের স্বজন ও এলাকাবাসী সিরিকুল মিয়াকে পিটিয়ে হত্যা করে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে উদ্ধার করে মরদেহ। এ আগে ২৪ আগষ্ট জমি মালিকানার জের ধরে দিনের বেলায় পিটিয়ে হত্যা করা হয় মোতাল্লিব মুন্সিকে। সম্প্রতি এমন দুই ঘটনায় উদ্বেগ জানিয়েছেন স্বজন ও প্রতিবেশীরা। প্রতিটি ঘটনায় আইনের প্রতি শ্রদ্ধা রাখার পাশাপাশি সামাজিক সচেতনা বাড়ানোর প্রতি তাগিদ দেন এই আইনজীবি।
কুসংস্কারকে পুজি করে গ্রামের এক শ্রেণীর মানুষদের এই সব কাজে ঠেলে দিচ্ছে একটি মহল। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা বলছেন সুশিল সমাজ। এদিকে অপরাধীর বিরুদ্ধে জেলা পুলিশের কঠোর অবস্থানে থাকার কথা জানান এই কর্মকর্তা। এ-দুই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতারও করেছে পুলিশ।