ফরিদপুরে স্কুল ছাত্রীকে অপহরণের সময় দুই অপহরণকারীকে আটক

- আপডেট সময় : ০৫:২২:৫১ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩
- / ১৮১৩ বার পড়া হয়েছে
ফরিদপুরে এক স্কুল ছাত্রীকে অপহরণ চেষ্টার সময় দুই অপহরণকারীকে আটক করেছে পুলিশ। এসময় স্থানীয়রা অপহরণকারীদের আনা মাইক্রোবাসে আগুন ধরিয়ে দেয়। সকাল সাড়ে ৯টার সময় সদর উপজেলার কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউশনের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ৯টার সময় সাদা একটি মাইক্রোবাসে করে ওই স্কুলের সামনে থেকে চারজন সন্ত্রাসী স্কুলের এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রীকে তুলে নেয়ার চেষ্টা করে। পথে এক মোটরসাইকেল চালক বিষয়টি টের পেয়ে মাইক্রোবাসের গতিরোধ করে। মাইক্রোবাসে তুলে নেয়ার সময় ছাত্রীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালানোর চেষ্টা করে। এদের মধ্যে তিনজনকে স্থানীয়রা আটক করে পুলিশে দেয়। উত্তেজিত স্কুলের ছাত্র-ছাত্রীসহ স্থানীয়রা মাইক্রোবাসটিতে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে।