দুর্বার গণ-আন্দোলনেই সরকারকে ক্ষমতা ছাড়তে হবে : ফখরুল
- আপডেট সময় : ১০:১২:০০ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩
- / ১৬৬৩ বার পড়া হয়েছে
শর্তহীন সংলাপের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারকে আগে পদত্যাগ করার আহ্বান জানালেন তিনি। তারপরেই কেবল বিএনপি সংলাপের প্রস্তাবের বিষয়ে ভেবে দেখবে বলে জানান তিনি। বলেন, দুর্বার গণ-আন্দোলনেই সরকারকে ক্ষমতা ছাড়তে হবে। রাজধানীতে জাতীয়তাবাদী যুবদলের সমাবেশে তিনি আরো বলেন, প্রতারণা করে বেআইনিভাবে ক্ষমতা দখলে রেখেছে আওয়ামী লীগ। খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও ঘোষণা দেন যুবদল নেতারা।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সরকারের পদত্যাগের দাবিতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুব সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটি।
এতে অংশ নেন সারা দেশ থেকে আসা যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী।
চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত আন্দোলনে যে কোন ত্যাগ স্বীকারে প্রস্তুত রয়েছে বলে জানান যুবদলের নেতারা।
এসময় বিএনপি সিনিয়র নেতারা সরকারের কর্মকান্ডের সমালোচনা করেন। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন রাজপথে ঝাঁপিয়ে পড়তে তরুণ প্রজন্মকে আহ্বান জানান তারা।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সর্বোচ্চ আদালতের রায় জালিয়াতি করে আওয়ামীলীগ অসাংবিধানিকভাবে সরকার ক্ষমতায় বসে আছে।
দুর্বার আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটিয়ে বেগম জিয়াকে মুক্ত করার ঘোষণাও দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। আগে সরকারকে পদত্যাগ করতে হবে, পরে অন্য প্রস্তাবের বিষয়ে ভাববে বিএনপি।