ঢাকা অবরোধ করলে বিএনপির পরিণতি শাপলা চত্বরের চেয়েও করুণ হবে : কাদের

- আপডেট সময় : ১০:৫৩:৪০ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩
- / ১৭৫২ বার পড়া হয়েছে
ঢাকা অবরোধ করলে বিএনপির পরিণতি শাপলা চত্বরের চেয়েও করুণ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর দলের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক আশঙ্কা প্রকাশ করেছেন, খালেদা জিয়াকে হত্যার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে পারে বিএনপি। বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে যুবলীগ আয়োজিত যুব সমাবেশে এসব কথা বলেন তারা।
বিএনপি-জামায়াতের সন্ত্রাস, হত্যা, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গনে যুব সমাবেশের আয়োজন করে যুবলীগ।
আলোচনায় অংশ নিয়ে বিএনপির যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে যুবলীগ নেতাকর্মীদের সতর্ক থাকার আহবান জানান আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ১৮ অক্টোবরের কর্মসূচীর সমালোচনা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
নৈরাজ্যকে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।
আন্দোলনে বিদেশীদের সমর্থন রয়েছে বলে বিএনপি বিভ্রান্তি ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন ওবায়দুল কাদের।