বিশ্ববাসীকে যুদ্ধ বন্ধ করার আহ্বান প্রধানমন্ত্রীর
- আপডেট সময় : ০২:১২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩
- / ১৬০৭ বার পড়া হয়েছে
সারা পৃথিবীজুড়ে যুদ্ধের ধামামা চলছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বাংলাদেশ যুদ্ধ চায়না। বিশ্ববাসীকে যুদ্ধ বন্ধ করার আহ্বান জানান তিনি।
বঙ্গবন্ধু নারী ক্ষমতায়নে বিশ্বাস করতেন, তাই তিনি সব ক্ষেত্রে নারীদের এগিয়ে নেয়ার জন্য পরিকল্পনা নিয়েছেন। তার পরিকল্পনা বাস্তবায়ন করে আওয়ামী লীগ সকল ক্ষেত্রে নারীদের অগ্রাধিকার দিয়েছে। যে কারণে নারীরা সব ক্ষেত্রে অবদান রাখছেন।
জয়িতা টাওয়ার উদ্বোধন শেষে গণভবন কমপ্লেক্স মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত জয়িতা টাওয়ারের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এসময় তিনি বলেন, আজ নারীরা পিছিয়ে নেই। সেনা, বিমান, নৌ, পুলিশ, র্যাব,উচ্চ আদালত, সচিবসহ সব ক্ষেত্রে বিচরণ করছেন নারীরা। প্রধানমন্ত্রী বলেন, বিএনপি-জামাত ক্ষমতায় এসে নারীদের ক্ষমতায়ন বন্ধ করে দেয়। ইন্টারনেটের মাধ্যমে নারীরা এখন ঘরে বসে উপার্জন করতে পারছেন। সরকারের লক্ষ্য মানুষের উন্নয়ন, নারীদের অগ্রাধিকার। সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ সরকার।