দেশের বিভিন্ন জেলায় নানা আয়োজনে শেখ রাসেলের ৫৯তম জন্মবার্ষিকী পালিত
- আপডেট সময় : ০৫:৪২:৩০ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩
- / ১৭৩৭ বার পড়া হয়েছে
দেশের বিভিন্ন জেলায় নানা আয়োজনে শেখ রাসেলের ৫৯তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে নানা কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন।
বিভিন্ন কর্মসূচিতে রাজশাহীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উদযাপন হয়েছে। সকালে নগর ভবনে বঙ্গবন্ধু ও শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এদিকে, মহানগর আওয়ামী লীগের উদ্যোগে কুমারপাড়া দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু ও শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
শেখ রাসেলের জন্মদিনে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ও মেট্রোপলিটন পুলিশ যৌথভাবে অনুর্ধ ১১ ক্রিকেট ট্রুনামেন্টের আয়োজন করে। দামপাড়া পুলিশ লাইন মাঠে টুনামেন্টের উদ্বোধন করেন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়। নগরজুড়ে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন কর্মসুচী পালন করে।
বরিশালে শেখ রাসেল দিবস উদযাপন হচ্ছে। মডেল স্কুল এন্ড কলেজ থেকে শোভাযাত্রা বের করা হয়ে শিল্পকলা একাডেমিতে শেখ রাসেলের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়
বঙ্গবন্ধু ও বঙ্গমাতার কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯তম জন্ম বার্ষিকী উপলক্ষে রংপুরে জেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচী পালিত হয়েছে। সিলেটে নানা আয়োজনে শেখ রাসেলের ৬০তম জন্মদিন ও শেখ রাসেল দিবস পালিত হয়েছে।
‘শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দূর্জয়’ এই প্রতিপাদ্যে ময়মনসিংহে নানা কর্মসূচীর মধ্যদিয়ে শেখ রাসেল দিবস উদযাপন করা হয়েছে। বিভাগীয় ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে সকালে সার্কিট হাউস মাঠের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর রেলী বের হয়।
জামালপুরে পথ শিশুদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন সদর আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন। দুপুরে জামালপুর রেলস্টেশন মাঠ প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করা হয়।
নওগাঁ ও পটুয়াখালীতে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হয়েছে শেখ রাসেল দিবস। সকালে জেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্নাঢ্য রেলী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। রেলী, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে কুমিল্লায় শেখ রাসেল দিবস পালিত হয়েছে।
দিনাজপুরেও শেখ রাসেল দিবস পালিত হয়েছে। সকালে বঙ্গবন্ধু ও শেখ রাসেল এর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ রাসেল স্কুলের পরিচালকের উদ্যোগে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন সহ দিনব্যাপী কর্মসূচি পালন হয়।
নাটোরে নানা আয়োজনে শেখ রাসেলের ৬০তম জন্মদিন পালিত হয়েছে। প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণসহ মোনাজাত শেষে বর্নাঢ্য রেলি বের হয়।
পুষ্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য রেলি, আলোচনা সভা, কেক কাটা, পুরস্কার বিতরণ, সংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে নেত্রকোনায় শেখ রাসেলের ৬০তম জন্মদিন উদযাপন করা হয়
লক্ষ্মীপুরে পালিত হয়েছে শেখ রাসেল এর ৬০তম জন্মদিন। জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ শেষে রেলি শহর প্রদক্ষিণ করে।
শেখ রাসেলের ৬০ তম জল্মদিন উপলক্ষে নীলফামারীতে দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে দিয়ে নীলফামারীতে পালিত হলো ‘শেখ রাসেল দিবস।বসকাল ৯ টা দিকে জেলা প্রশাসক কার্যলয় প্রাঙ্গণে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও রেলী, আলোচনা সভা এবং শিশু একাডেমির আয়োজনে চিত্রাংকণ প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শেখ রাসেলের দীপ্তিময় নির্ভীক নির্মল দুর্জয় প্রতিপাদ্য নিয়ে মাগুরায় জেলা প্রশাসকের আয়োজনে সকালে কালেক্টর চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ,কেককাটা রেলী ,আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেখ রাসেল দিবস পালিত হয়েছে।
এছাড়াও পিরোজপুর, মানিকগঞ্জে শেখ রাসেলের ৬০ তম জল্মদিন পালিত হয়েছে।
এসএটিভি নিউজডেস্ক।