সুষ্ঠু নির্বাচনের জন্য বড় রাজনৈতিক দলের মধ্যে সমঝোতা জরুরি : নির্বাচন কমিশনার
- আপডেট সময় : ০৯:৪৩:২৬ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩
- / ১৮৩৬ বার পড়া হয়েছে
সুষ্ঠু নির্বাচনের জন্য বড় রাজনৈতিক দলের মধ্যে সমঝোতা জরুরি, বললেন নির্বাচন কমিশনার আনিছুর রহমান। বলেন, সাংবিধানিকভাবে নির্বাচন আয়োজনের কার্যক্রম চলছে। আগামী মাসেই ঘোষনা করা হবে তফসিল। তবে সংলাপের আর কোনো সুযোগ নেই বলে জানিয়েছে কমিশনের দায়িত্বশীল এই কর্মকর্তারা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রাজনৈতিক মাঠে যেমন উত্তাপ, তেমিন নির্ধারিত সময়ে নির্বাচন হওয়া নিয়েও শঙ্কা রয়েছে নানা মহলে। এ অবস্থায় নির্বাচন অনুষ্ঠানের সব ধরণের প্রস্তুতি নেয়া কতটা কাজে দিবে তা নিয়েই অনেকটা খোলামেলা কথা বললেন নির্বাচন কমিশনার আনিছুর রহমান। তার দাবি, সাংবাধানিক প্রক্রিয়ায় নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। আগামী মাসেই তফসিল ঘোষনা করা হবে। রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিকতায় ফিরিয়ে আনতে দুদলের সমঝোতার উপর জোর দিলেন কমিশনার।
তবে নির্ধারিত সময়ে নির্বাচনের লক্ষ্যে মাঠ পর্যায়ের নির্বাচনী কার্যালয়গুলোর জন্য বাড়তি নিরাপত্তা চেয়ে চিঠি দেয়া হয়েছে। নির্বাচনী সামগ্রী রাখতেও উপজেলা পর্যায়ে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে। নির্বাচনোত্তর পরিবেশ নিয়ন্ত্রণে রাখতেও কমিশন কাজ করে যাচ্ছে বলে জানান এই নির্বাচনী কর্মকর্তা।