দিন গণনা চলছে শারদীয় দুর্গোৎসবের
- আপডেট সময় : ০৫:০১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩
- / ১৬১৯ বার পড়া হয়েছে
দিন গণনা চলছে শারদীয় দুর্গোৎসবের। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এ ধর্মীয় উৎসবকে সামনে রেখে নীলফামারী কারিগররা ব্যস্ত প্রতিমা সাজাতে। উৎসবে কয়েকস্তরের নিরাপত্তা পরিকল্পনা নিয়েছে নীলফামারী ও পিরোজপুরের প্রশাসন।
দ্রব্যমূল্যের উর্ধ্বগতির বাজারে দাম বেড়েছে প্রতিমারও। কারিগররা বলছেন, এবার প্রতিমা বিকিকিনিতে লাভের দেখা মিলবে না।এদিকে শারদীয় উৎসব উপলক্ষে এবার নীলফামারী জেলায় ৮৮৬ টি মন্ডপে পূজার আয়োজন করা হয়েছে। পূজার সময়কার নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের সাথে দফায় দফায় বৈঠক করেছে উদযাপন পরিষদ।
এদিকে, নীলফামারীতে প্রতিমা শিল্পীদের হাতের নিপুণ কারুকাজে ফুটে উঠছে প্রত্যেকটি প্রতিমার নানান রূপ। প্রতিমাগুলোকে আরো বেশি স্বর্গীয় রূপ দিতে কাজ করছে মৃৎশিল্পীরা।
পিরোজপুর জেলায় ৪৭৭টি পুজা মন্ডপে পুজা অনুষ্ঠিত হবে। এ আয়োজনে সব চেয়ে ব্যস্ত সময় পার করছেন জেলা সদরের পাল পাড়ার মৃৎশিল্পীরা। তবে বাজারে জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় প্রতীমার ন্যায্য দাম পাচ্ছে না তারা।
তবে অন্য কাজের পাশাপাশি বাড়তি আয়ে মৌসূমী প্রতীমা কাড়িগড়রা আনন্দের সাথেই গ্রহণ করেছে এই কাজ।
জেলা সদরে সবচেয়ে বেশি পুজার আনন্দ থাকে। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎসহ সূষ্ঠ ও সুন্দরভাবে পুজা সম্পন্ন হওয়ার লক্ষ্যে প্রশাসনের প্রতি দাবী স্থানীয়রা।
কোন প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে তিনস্তরের নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানায় পুলিশ সুপার।
জেলায় এ বার ৫৬০টি মন্ডপে পুজা অনুষ্ঠিত হবে।