বাজারে চাল, ডাল, তেল, ব্রয়লার মুরগিসহ সব পণ্যই বিক্রি হচ্ছে বাড়তি দামে
- আপডেট সময় : ১২:০৩:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩
- / ১৭৩৯ বার পড়া হয়েছে
শুধু ডিম-পেঁয়াজ নয়, বাজারে আলুসহ প্রায় সব রকম সবজি ও মাছের দাম চড়া। নতুন করে কেজি প্রতি ৪ থেকে ৫ টাকা বেড়েছে মোটা চালের দর। সব মিলিয়ে বাজার পরিস্থিতিতে কোনো সুখবর নেই বললেই চলে। কেজিতে ১০ টাকা বেড়েছে ব্রয়লার মুরগী। বিক্রেতারা বলছেন, বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে না পারলে কমবে না নিত্যপণ্যের দাম।
আলু, পেঁয়াজ, ডিমসহ সবজির বাজারে বিরাজ করছে চরম অস্থিরতা। ব্যবসায়ীরা বলছেন, চাহিদার তুলনায় পণ্য ঘাটতির কারণে সংকট কাটছে না কাটছে না বাজারে।
সরকার নির্ধারিত দামে মিলছে না কোন পণ্য। বাজার ঘুরে দেখা যায় আলু বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকায়, দেশি পেঁয়াজ ৯০ টাকা, আর ডিমের ডজন ১৫০ টাকা। খুচরা বিক্রেতারা দুষলেন পাইকার ও মজুতদারদের।
আয়ের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা না থাকায়, বাজারে এসে ক্ষোভ প্রকাশ করেন ক্রেতারা। চাহিদার তুলনায় বাজার করছেন কম।
এদিকে, তেল, আটা-ময়দা উচ্চমূল্যে স্থিতিশীল থাকলেও আবার বেড়েছে চালের দাম।
সবজির বাজারে গিয়ে দেখা ৮০ টাকার নিচে মিলছেনা কোন সবজি। গোল বেগুন, কাঁকরোল, টমেটো, কচুরমুখি বিক্রি হচ্ছে ১০০ টাকার উপরে। আর কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১৮০ টাকা ২০০ টাকা পর্যন্ত।
এদিকে, গরু-খাসির মাংসের দাম আগের মত থাকলেও দুর্গা পূজাকে কেন্দ্র করে চড়া মাছের বাজার।
নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আনতে আবারও দাবি জানালেন সাধারণ ক্রেতারা।