শব্দ দূষণে জামালপুরে বাড়ছে স্ট্রোক, হার্ট অ্যাটাকসহ মানসিক রোগ
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২২:১২ অপরাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩
- / ১৯২৭ বার পড়া হয়েছে
জামালপুরের রাস্তায় যানবাহনের হর্ন বাজানো দেখে মনে হয় যেন প্রতিযোগিতায় নেমেছে চালকরা। ভয়াবহ শব্দ দূষণে বাড়ছে উচ্চ রক্তচাপ, স্ট্রোক, হার্ট অ্যাটাকের মতো জটিল রোগ। শব্দদূষণ প্রতিরোধে সচেতন না হলে সামনে পরিণতি ভয়াবহ হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
শব্দ দূষণে জামালপুরে বাড়ছে স্ট্রোক, হার্ট অ্যাটাকসহ মানসিক রোগের মত জটিল রোগ। সেই ভোর থেকে মধ্যরাত পর্যন্ত চলে শব্দের তাণ্ডব।
বিশেষজ্ঞদের মতে, একজন মানুষ ৪০ ডেসিবল শব্দের সুস্থ মাত্রা গ্রহণ করতে পারেন। তবে কান ৭০ ডেসিবল পর্যন্ত শব্দ সহ্য ক্ষমতা রাখে। গাড়ির হর্ন, নির্মাণ কাজ, গ্রিল, টাইলস কাটা, মেশিনে ইট ভাঙা, মাইক বাজানো, জেনারেটরের শব্দে কান ঝালাপালা অবস্থা।
সহ্য ক্ষমতার চেয়ে অতিরিক্ত শব্দে দীর্ঘমেয়াদি বসবাস গুরুতর অসুখের কারণ হয়ে দাঁড়ায় বলে জানিয়েছেন স্থানীয় ইএনটি বিশেষজ্ঞ।