বিএনপির রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে জনগণ : স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০৪:৪১:৩৮ অপরাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩
- / ১৮৪৩ বার পড়া হয়েছে
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সমাবেশের নামে ২৮ অক্টোবর একটু বড় পিকনিক করার প্রস্তুতি নিয়েছে বিএনপি। এর চেয়ে বেশি কিছু করার চেষ্টা করলে, বিএনপি নেতাদের যমুনা কিংবা বুড়িগঙ্গা নদীতে ভাসিয়ে দেয়া হবে। আর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপির রাজনীতি থেকে জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে। চট্টগ্রাম ও লক্ষ্মীপুরে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন।
চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলায় প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, সমাবেশের নামে দেশব্যাপী পিকনিকের ধারাবাহিকতায় ২৮ অক্টোবর একটু বড় আকারে পিকনিকের প্রস্তুতি নিয়েছে বিএনপি।
বিদেশি প্রভুরা অসন্তুষ্ট হতে পারে এই ভয়ে বিএনপি নেতারা ফিলিস্তিনের মানবিক বিপর্যয়ের বিরুদ্ধে কথা বলছে না বলে ও মন্তব্য করেন ড. হাছান মাহমুদ।
লক্ষ্মীপুরের রায়পুরে সরকারি কর্মকতাদের সঙ্গে মতবিনিময় কালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, দেশের মানুষ জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ চিরতরে নির্মূলের জন্য তৈরি। সন্ত্রাস-নৈরাজ্য করলে কঠোর ব্যবস্থা নেয়ার হুশিয়ার দেন তিনি।
কুষ্টিয়া শিল্পকলা একাডেমীতে শিক্ষার্থীদের সেমিনারে আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম বলেন, বিএনপি এখন বিদেশীদের উপর নির্ভর। মার্কিন রাষ্ট্রদুত পিটার হাস বিএনপির ভগবান হয়ে আছেন।
দিনাজপুর মরহুম আব্দুর রৌফ চৌধুরীর মৃত্যুবার্ষিকীতে অংশ নিয়ে নৌ-প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, বিএনপি দেশকে ব্যর্থ রাষ্ট্র বানালেও আওয়ামী লীগ সুন্দরের পথে এগিয়ে নিচ্ছে।