সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে ১০৩ জেলে আটক
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩৬:৫০ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩
- / ১৬৮৬ বার পড়া হয়েছে
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরের পদ্মা-মেঘনায় ইলিশ ধরার অপরাধে ১০৩ জেলেকে আটক করেছে নৌ-পুলিশ। গতকাল রাত ১২টা থেকে ভোর পর্যন্ত মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচরের চরভৈরবীর ৭০ কিলোমিটার এলাকায় অভিযান চালায় নৌ-পুলিশ।
নৌ-পুলিশের উপ-পুলিশ পরিদর্শক মো. ইউসুফ জানান, চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর ৭০ কিলোমিটার জুড়ে নৌ-পুলিশের ৬ থানা ও ফাঁড়ি অভিযান পরিচালনা করে থাকে। অভিযানে বিপুল পরিমাণ কারেন্টজাল, নৌকা, ইলিশসহ জেলেদের আটক করা হয়। পরে অভিযুক্তদের বিরুদ্ধে ১৪ টি মামলা করা হয়েছে। মা ইলিশ রক্ষায় গত ১২ অক্টোবর থেকে শুরু হওয়া ২২ দিনের এই নিষেধাজ্ঞা চলবে ২ নভেম্বর পর্যন্ত।