ওয়ানডে বিশ্বকাপ আজ হাইভোল্টেজ ম্যাচ
- আপডেট সময় : ০১:৪৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩
- / ১৭৪৯ বার পড়া হয়েছে
ওয়ানডে বিশ্বকাপ আজ হাইভোল্টেজ ম্যাচ। মুখোমুখি হবার অপেক্ষায় দুই টেবিল টপার নিউজিল্যান্ড ও স্বাগতিক ভারত। ধর্মশালায় দুপুর আড়াইটায় শুরু হবে দু’দলের মহারণ।
আসরে উড়ন্ত ফর্মে ভারত ও নিউজিল্যান্ড। সমান চার ম্যাচ খেলে এখনও হারের মুখ দেখেনি কেউই। তাই একে অপরকে ছাড়িয়ে যাওয়ার মিশনে মাঠে নামবে দু’দল। সঙ্গে নিশ্চিত করবে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান। ২০১৯ বিশ্বকাপে নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় নিতে হয় ভারতকে। তাই রোহিত-কোহলিদের জন্য ম্যাচটি প্রতিশোধের লড়াই। পান্ডিয়ার ইনজুরিতে একাদশ সাজানো নিয়ে কিছুটা চিন্তিত ভারতের টিম ম্যানেজমেন্ট। যদিও কোহলি-রোহিতদের উড়ন্ত ফর্ম স্বস্তি দিচ্ছে স্বাগতিকদের। অন্যদিকে, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন, ট্রেন্ট বোল্টরা নিউজিল্যান্ডের ভারসা। দু’দলের ১১৬ দেখায় কিউইদের ৫০ জয়ের বিপরীতে ৫৮ জয়ে এগিয়ে ভারত। তবে, বিশ্বকাপের ৮ দেখায় ৫ জয় নিউজিল্যান্ডের আত্মবিশ্বাস।