সাতক্ষীরায় কাঁচা বাজারে দফায় দফায় বাড়ছে আলু, পেঁয়াজ, রসুনসহ নিত্যপণ্যের দাম

- আপডেট সময় : ০৩:১৩:৩০ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩
- / ২০২২ বার পড়া হয়েছে
সাতক্ষীরায় কাঁচা বাজারে দফায় দফায় বাড়ছে আলু, পেঁয়াজ, রসুনসহ নিত্যপণ্যের দাম। খুচরা বিক্রেতারা বলছেন, সরকার নির্ধারিত দামে পাইকারী বাজারে মিলছে না কোন পণ্য। আর ক্রেতারা বলছেন, প্রশাসনের অবহেলা আর নিয়মিত বাজার মনিটর না করায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে মানুষ যখন অসহায়, তখন সরকারের পক্ষ থেকে মূল্য নির্ধারণের পরও মিলছে না কোন সুফল। আলুর দাম কেজি প্রতি ৩৭ টাকা নির্ধারন করে দিলেও বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকায়। ভারতীয় পেঁয়াজ ৩৭ থেকে ৩৮ টাকার পরিবর্তে বিক্রি হচ্ছে ৬৮ থেকে ৭০ টাকায়,আর রসুন বিক্রি হচ্ছে দুইশত থেকে ২১০ টাকায়। ক্রেতারা বলছে, সরকার নির্ধারিত দামে কোন পন্য বেচা কেনা হচ্ছে না, নিয়মিতি বাজার মনিটরিং না করায় দফায় দফায় বৃদ্ধি পাচ্ছে দ্রব্য মূল্যের।
নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আনতে চাহিদা ও উৎপাদনের ফারাক কমিয়ে সিন্ডিকেট ও অসাধু ব্যবসায়ীদের শাস্তির আওতায় আনার দাবি সাধারণ ক্রেতাদের।