অতীতের সব সরকার দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করেছে : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৭:৩৬:০৮ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩
- / ১৮৩২ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অতীতের সব সরকার দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করেছে। আর সব ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করেছে শুধু আওয়ামী লীগ সরকার। নিজেদের সংখ্যালঘু কিংবা ছোট মনে না করার আহ্বান জানিয়ে হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে তিনি আরও বলেন, এদেশে সকলেই পূর্ণ অধিকার নিয়ে বাঁচবে।
রাজধানীর ঢাকেশ্বরী মন্দির এবং রামকৃষ্ণ মঠ ও মিশনে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন শেখ হাসিনা।
হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শারদীয় দুর্গোৎসবের অষ্টমীতে শুভেচ্ছা বিনিময় করতে দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এসময় পূজামণ্ডপ পরিদর্শন ও পুরোহিতদের সাথে কথা বলে পূজার খোঁজখবর নেন শেখ হাসিনা। পরে শুভেচ্ছা জানানোর মঞ্চে পৌঁছালে নৃত্যসংগীতে স্বাগত জানানো হয় প্রধানমন্ত্রীকে।হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশে তিনি বলেন, দেশের সব মানুষই এই মাটির সন্তান। তাই এই মাটির সকল সন্তানের অধিকারও সমান।
আওয়ামী লীগ সবসময়ই হিন্দু সম্প্রদায়ের পাশে ছিলো এবং ভবিষ্যতেও থাকবে বলে জানান সরকার প্রধান।
পরে শুভেচ্ছা বিনিময় করতে রাজধানীর গোপীবাগে রামকৃষ্ণ মঠ ও মিশনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানেও হিন্দু সম্প্রদায়কে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, সংবিধানে সব ধর্ম-বর্ণের সমান অধিকার নিশ্চিত করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
পূজামণ্ডপের নিরাপত্তা রক্ষায় আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি দলের নেতাকর্মীদেরও নির্দেশ দেয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।