নির্মাণের ৮ বছর পরও চালু হয়নি দৃষ্টি প্রতিবন্ধী শিশু হোস্টেল
- আপডেট সময় : ০২:২৮:২১ অপরাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০২৩
- / ১৮০৬ বার পড়া হয়েছে
কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে ঝিনাইদহে দৃষ্টি প্রতিবন্ধী শিশু হোস্টেল। নির্মানের ৮ বছর পার হলেও চালু হয়নি কার্যক্রম। ফলে নষ্ট হচ্ছে অবকাঠামোসহ বিভিন্ন সরঞ্জামাদি। লোকবল নিয়োগের কথা থাকলেও নেই কোন পদক্ষেপ। তবে কর্তৃপক্ষ বলছে লোকবল নিয়োগ হলে দ্রুতই চালু হবে এই প্রতিষ্ঠানটি।
ঝিনাইদহ শহর সংলগ্ন উদয়পুর মতিয়ার রহমান মাধ্যমিক বিদ্যালয়ের পাশে প্রতিষ্ঠিত দৃষ্টি প্রতিবন্ধী শিশু হোস্টেল। কোটি টাকা ব্যয়ে দোতলা ভবন নির্মান হলেও যাতায়াতের জন্য নেই কোন রাস্তা। অযত্ন আর অবহেলায় নষ্ট হচ্ছে ভবন ও লাখ লাখ টাকার আসবাবপত্রসহ বিভিন্ন সরঞ্জাম। পুর্ণাঙ্গ হোস্টেল নির্মান হলেও নেই কোন লোকবল ও শিক্ষার্থী। দ্রুত লোকবল নিয়োগ দিয়ে দৃষ্টি প্রতিবন্ধীদের শিক্ষা ব্যবস্থা চালু করা হবে বলে আশ্বাস সমাজ সেবা অধিদপ্তরের। ২০১৫ সালে ১ কোটি ২ লাখ টাকা ব্যয়ে নির্মিত হয় দৃষ্টি প্রতিবন্ধী শিশু হোস্টেলটি। প্রতিষ্ঠানটিতে ১০ জন শিক্ষার্থীর ভর্তি হয়ে বিনামূল্যে লেখাপড়া, থাকা, খাওয়া ও লেখা পড়ার সব ধরনের সুযোগ পাবে।