যতই ষড়যন্ত্র করুক বিএনপির আন্দোলন প্রতিহত করতে পারবে না : মির্জা ফখরুল
- আপডেট সময় : ০১:৩৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩
- / ১৭৯৩ বার পড়া হয়েছে
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ যতকিছুই করুক বিএনপির আন্দোলন প্রতিহত করতে পারবে না। বিএনপি সফল হবেই। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সংবাদ সম্মেলন তিনি এ মন্তব্য করেন। বলেন, আগামী নির্বাচন নিয়ন্ত্রণে নিয়ে আবার ক্ষমতায় আসতে সারা দেশে ত্রাসের রাজত্ব কায়েম করছে আওয়ামী লীগ।
রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয় সংবাদ সম্মেলন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি অভিযোগ করেন, আগামী নির্বাচনের মাঠ নিজেদের দখলে নিতে আওয়ামী লীগ সারা দেশের ত্রাসের রাজত্ব কায়েম করেছে।
বিএনপি মহাসচিব বলেন, যতই ষড়যন্ত্র করুক বিএনপির আন্দোলন প্রতিহত করতে পারবে না সরকার।
সংসদে উত্থাপিত ‘আনসার ব্যাটালিয়ান বিল, ২০২৩ সম্পর্কে তিনি বলেন, আনসারকে গ্রেফতারের ক্ষমতা দেয়া কেবল দুশ্চিন্তার নয়, আতঙ্কের বিষয়।
সরকারের চরম অব্যবস্থাপনার কারণে সড়কের পাশাপাশি রেলপথেও দুর্ঘটনা বাড়ছে বলে অভিযোগ করেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।