অনলাইন জুয়ার মূল হোতাসহ চক্রের ৩ সদস্য গ্রেফতার

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৮:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩
- / ১৭৩২ বার পড়া হয়েছে
বিশ্বকাপ কেন্দ্র করে দেশের বাইরে থেকে পরিচালিত বিভিন্ন অনলাইন জুয়ার মাধ্যমে প্রায় অর্ধ কোটি টাকা হাতিয়ে নেয়া চক্রের মূল হোতা নিশাত মুন্নাসহ চক্রের ৩ সদস্য গ্রেফতার করেছে।
দুপুরে রেব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে রেবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, দেড় বছর যাবৎ চক্রটি বিভিন্ন অনলাইন জুয়ার কার্যক্রম পরিচালনা করে আসছিলো। বিশ্বকাপসহ অন্যান্য খেলা কেন্দ্র করে দেশের উঠতি বয়সের তরুণদের টার্গেট করে অনলাইনে জুয়ার প্রচার চালাতো চক্রটি।
মূলহোতা নিশাত মুন্নার নেতৃত্বে ৭-৮ জন সদস্য বিভিন্ন এলাকায় অনলাইন জুয়ার সাইট প্রচার, একাউন্ট খোলা ও অর্থ লেনদেনসহ হুন্ডির মাধ্যমে পাশ্ববর্তী দেশে টাকা পাঠাতো। এছাড়া, ১০৬ টি ভিডিও তৈরি করেছে বলেও জানান রেবের এই কমকর্তা।