ভৈরবে ট্রেনের সংঘর্ষে নিহত ১৬ জনকে স্বজনদের কাছে হস্তান্তর
- আপডেট সময় : ০৫:৫৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩
- / ১৬৮৩ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের ভৈরবে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ১৬ জনকে শনাক্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত ৫১ জনের চিকিৎসা চলছে ঢাকা ও ভৈরবের বিভিন্ন হাসপাতালে। অবহেলার অভিযোগে মালবাহী ট্রেনের তিনজনকে বরখাস্ত করা হয়েছে। এছাড়া তদন্তের জন্য দুটি কমিটি কাজ শুরু করেছে।
আন্তঃনগর এগারোসিন্ধুর এক্সপ্রেস ট্রেন ও মালবাহী ট্রেনের সংঘর্ষে আহত ব্যক্তিদের মধ্যে ৭০ জনকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। এর মধ্যে ২১ জনকে ঢাকাসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। অন্যান্য হাসপাতালে নেয়া হয় আরও অন্তত ৩০ জনকে। নিহত ১৬ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এরমধ্যে একই পরিবারের রয়েছেন চারজন। পরিচয় শনাক্ত করে, রাতেই তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, ভোর সাড়ে ৫টায় উদ্ধার অভিযান শেষ হয়। পরীক্ষা-নিরীক্ষার পর সকাল ৭.২০ মিনিটে উভয় ট্রাকে রেল চলাচল স্বাভাবিক হয়। তবে এঘটনায় সব ট্রেন সিডিউল বিপর্জয়ে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
সিগন্যাল অমান্যের অভিযোগে মালবাহী ট্রেনের লোকোমাস্টার, সহকারী লোকোমাস্টার ও গার্ডসহ তিনজনকে বরখাস্ত করেছে বাংলাদেশ রেলওয়ে।
এছাড়া দুর্ঘটনা তদন্তে রেলওয়ে দুইটি আলাদা কমিটি গঠন করেছে বলেও জানান তিনি। দুর্ঘটনায় রেলপথ মন্ত্রণালয় এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পৃথক তদন্ত কমিটি গঠন করেছে। ঘটনা তদন্তে রেলের সাত সদস্য এবং ফায়ার সার্ভিসের পাঁচ