ঘূর্ণিঝড় ‘হামুন’ এর কারণে ১৯ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে দক্ষিণ জনপদের লঞ্চ চলাচল শুরু
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:৫৩:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩
- / ১৬৮৩ বার পড়া হয়েছে
এদিকে..ঘূর্ণিঝড় ‘হামুন’এর কারণে ১৯ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে দক্ষিণ জনপদের লঞ্চ চলাচল শুরু হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাব কমে যাওয়ায় সকালেই লঞ্চ চলাচলের অনুমতি দেয় বিআইডব্লিটিএ।
সকাল ৯টা থেকে ঢাকা-চাঁদপুর রুটের লঞ্চ চলাচল শুরু হয়। শরীয়তপুরের রুটেও চলছে লঞ্চ। উপকূলীয় কয়েক জেলায় এখনো তিন নম্বর সংকেত
রয়েছে। সংকেত কমে এলে ওইসব রুটেও লঞ্চ চলাচল শুরু হবে। বরিশাল থেসকালেই সব ধরনের নৌযান চলাচল শুরু হয়, বলে জানান বরিশাল নদী বন্দরের কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক। ঘূর্ণিঝড় হামুনের কারণে গতকাল দুপুর আড়াইটার থেকে সারাদেশে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছিল বিআইডব্লিটিএ। ঘূর্ণিঝড় হামুন মূলত কক্সবাজার এলাকায় তাণ্ডব চালিয়ে বৃষ্টি ঝরিয়ে রাত ১টার দিকে স্থল নিম্নচাপে পরিণত হয়।