সমাবেশকে কেন্দ্র করে রাজধানীসহ মহাসড়কে টহল জোরদার করা হয়েছে : র্যাব পরিচালক
- আপডেট সময় : ০১:৫৮:৪১ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩
- / ১৮২৬ বার পড়া হয়েছে
২৮ অক্টোবর রাজনৈতিক দলগুলোর সমাবেশকে কেন্দ্র করে ঢাকা শহরের প্রবেশদ্বারগুলোতে চেকপোস্ট বসাবে রেব। যাতে করে কেউ নাশকতার জন্য আগ্নেয়াস্ত্র বা বিস্ফোরক নিয়ে প্রবেশ করতে না পারে৷ একইভাবে নগরীর গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানো হবে।
দুপুরে রাজধানীর কারওয়ান বাজার রেব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন, রেব-এর লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। তিনি বলেন, বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। দেশের রাজনৈতিক দলগুলো শান্তিপূর্ণভাবে সভা-সমাবেশ করবে এটিই স্বাভাবিক। আইনশৃঙ্খলা বাহিনী হিসেবে নগরবাসীকে সব ধরনের নিরাপত্তা দিয়ে যাচ্ছে রেব।
রেব পরিচালক জানান, সমাবেশকে কেন্দ্র করে রাজধানীসহ মহাসড়কে টহল জোরদার করা হয়েছে। কারও যদি নাশকতার পরিকল্পনা থাকে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে কাজ করছে গোয়েন্দারা। কর্মসূচিকে ঘিরে কোনো স্বার্থান্বেষী মহল যাতে নাশকতা করতে না পারে সেজন্য রেব তৎপর বলে ও জানান খন্দকার আল মঈন।