হামুনের তাণ্ডবে ৩ জনের মৃত্যু,কক্সবাজারসহ বিভিন্ন উপজেলা বিদ্যুৎহীন

- আপডেট সময় : ০২:৫৮:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩
- / ১৭০৬ বার পড়া হয়েছে
ঘূর্ণিঝড় হামুনের আঘাতে কক্সবাজারে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিভিন্ন উপজেলায় ঝড়ো বাতাসে গাছপালাসহ নানা স্থাপনা ভেঙে গেছে। বিদ্যুতের খুটি ভেঙে কক্সবাজার শহরসহ বিভিন্ন উপজেলা এখন বিদ্যুৎহীন।একইসঙ্গে মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে পড়েছে মহেশখালীর বিভিন্ন ইউনিয়ন। হামুনের তাণ্ডবে, কক্সবাজারে ৩ জনের মৃত্যুর খবর পাওয়া
গেছে।
একাধিক জায়গায় গাছ ভেঙে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ঝড়ের বিপদ কমে আসায় চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত নামিয়ে ৩ নম্বর সতর্ক সংকেত আর মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৫ নম্বর বিপদ সংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়েই থাকতে বলা হয়েছে। আবহাওয়া অফিসের সবশেষ সতর্ক বার্তায় বলা হয়েছে, ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এতে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে।