গাইবান্ধায় আদালতে ভবন সংকটেই চলছে বিচার কার্যক্রম
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩
- / ১৭৮২ বার পড়া হয়েছে
গাইবান্ধায় আদালতে ভবন সংকটেই চলছে বিচার কার্যক্রম। রোদ- বৃষ্টি ঝড় উপক্ষো করে ঘণ্টার-ঘণ্টার দাঁড়িয়ে থাকতে হচ্ছে পলাশবাড়ি ও সাঘাটা আমলী আদালতে আসা বিচার প্রার্থীদের। তবে দ্রুত এ সমস্যার সমাধান হবে বলে জানান পাবলিক প্রসিকিউটর।
গাইবান্ধায় সাঘাটা ও পলাশবাড়ি আদালতে ছোট এজলাসে চলছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচার কাজ। প্রতিদিন গড়ে এই দুই আদালতে প্রায় তিন শতাধিক বিচার প্রার্থী আসলেও জায়গার অভাবে বাহিরে দাঁড়িয়ে থাকতে হয়।
জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালতের পর্যাপ্ত ভবন না থাকায় মামলা সংক্রান্ত কাজে আইনজীবিদের বসার বা দাঁড়ানোর সুযোগ নেই। ফলে অনেকটা গাদাগাদি করেই করতে হচ্ছে দৈনন্দিন কাজ।
সমস্যা সমাধানে উর্দ্ধতন কর্তৃপক্ষকে ইতিমধ্যে জানানো হয়েছে বলে জানান পাবলিক প্রসিকিউটর।
এ আদালতে জেলার প্রায় ৩০ হাজারের ও বেশী মামলা বিচারধীন রয়েছে।