গাজায় ব্যাপক গোলাবর্ষণের ফলে ইন্টারনেটসহ সকল যোগাযোগ বিচ্ছিন্ন
- আপডেট সময় : ১২:৪৯:২৭ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩
- / ১৬৫১ বার পড়া হয়েছে
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ব্যাপক গোলাবর্ষণের ফলে ইন্টারনেটসহ সকল প্রকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে প্রায় আড়াই লাখের মত মানুষ নিজেদের মধ্যে ও সারা বিশ্ব থেকে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন।
প্রতিবেদনে বলা হয়, ভয়াবহ হামলায় উপত্যকাটি পুরো পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এমন অবস্থায় পুরো গাজায় পুরোপুরি ব্ল্যাকআউট চলছে। ভেঙে পড়েছে টেলিফোন ও ইন্টারনেট যোগাযোগ। কর্মীদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে জানিয়েছে জাতিসংঘ ও রেড ক্রিসেন্টসহ বিভিন্ন সংস্থা।
নেটওয়ার্ক বিপর্যয়ের কথা নিশ্চিত করেছে ফিলিস্তিনের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোও। এদিকে, স্থল ও আকাশপথে রাতভর বিরামহীন গোলা বর্ষণ করেছে ইসরায়েলি সেনারা। পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবিক সহায়তার জন্য অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে প্রস্তাব পাশ করেছে জাতিসংঘের সাধারণ পরিষদ। জর্ডানের উত্থাপন করা যুদ্ধবিরতির প্রস্তাবের পক্ষে ভোট দেয় পরিষদের ১২০ সদস্য। বিপক্ষে ভোট প্রদান করে যুক্তরাষ্ট্র, কানাডাসহ ১৪ সদস্য। এছাড়া ভোটদানে বিরত ছিল ৪৫ দেশ।