বিচ্ছিন্ন দু’একটি ঘটনা ছাড়া শান্তিপূর্নভাবে পালিত হয়েছে হরতাল
- আপডেট সময় : ০৫:২২:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩
- / ১৬৮৫ বার পড়া হয়েছে
রাজধানীসহ সারাদেশে সকাল সন্ধ্যা হরতালের পালন করছে বিএনপি-জামায়াত। বিচ্ছিন্ন দু’একটি ঘটনা ছাড়া শান্তিপূর্নভাবে পালিত হচ্ছে হরতাল। হরতালেন সমর্থনে রাজধানীর কয়েকটি জায়গায় বিচ্ছিন্ন মিছিল করেছে বিএনপি-জামায়াত সমর্থকরা। হরতাল শুরুর পর সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গুলশানের বাসা থেকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তল্লাশি চালানে হয় মির্জা আব্বস, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ বিএনপির সিনিয়র নেতদের বাসায়।
বিএনপি মহাসমাবেশে পুলিশের হামলার প্রতিবাদে, রাজধানীসহ সারাদেশে হরতাল পলন করছে বিএনপি।
জামায়াতে ইসলামও ঘোষণা দেয় হরতালের। দিনের শুরুতে এর প্রভাব পরে রাজধানীতে।
রাজধানীর নয়াপল্টন, পুরানা পল্টন, কাকরাইল, মালিবাগ, গুলিস্তানসহ বেশিরভাগ এলাকায় সড়কে চোখে পড়েনি তেমন কোনো যানবাহন। মাঝে মধ্যে দুয়েকটি বাস চললেও সংখ্যায় তা খুবই কম।
হরতাল সফল করতে রাজধানীর কয়েকটি জায়গায় বিচ্ছিন্ন মিছিল করে বিএনপির সমর্থকরা।
মিছিল করেছে জামায়াতের নেতাকর্মি ও সমর্থকরা।
হরতাল শুরুর পর সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে তার গুলশানের বাসা থেকে আটক করে গোয়েন্দা পুলিশ।
স্বামীর শারীরিক অবস্থায় বিচলিত মির্জা ফখরুলের সহধর্মিনী।তল্লাশি চালানে হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বস, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ দলের সিনিয়র নেতদের বাসায়।
হরতাল মোকাবিলায় নগরীতে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়কে ‘অপরাধ স্পট’ ঘোষণা করে ঘিরে রেখেছে পুলিশ।হরতালে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।