চট্টগ্রামে পেঁয়াজের দাম কেজিতে ৩৫ থেকে ৪০ টাকা বাড়িয়ে ১১০ টাকা দরে বিক্রি করা হচ্ছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১৬:৫৭ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩
- / ১৭১৬ বার পড়া হয়েছে
দুই দিনের ব্যবধানে দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার- চট্টগ্রামের খাতুনগঞ্জে পেয়াজের দাম কেজিতে ৩৫ থেকে ৪০ টাকা বাড়িয়ে ১১০ টাকা দরে বিক্রি করা হচ্ছে
রোববার থেকেই দাম বাড়ার এই ধারা চলতে থাকে। ব্যবসায়ীরা জানান, রোববার থেকে ভারত সরকার রপ্তানীশুল্ক বাড়িয়ে দেয়ার কারণে বাংলাদেশের বাজারেও দাম বেড়ে গেছে। বাজার ঘুরে দেখা গেছে, শনিবার আমদানী করা যে পেয়াজ ৭০ থেকে ৭৫ টাকায় বিক্রি হয়েছে রোববার তা ৯০ টাকায় বিক্রি হয় আর সকালে দাম বেড়ে ১১০ টাকায় ঠেকে। ভারত সরকারের রপ্তানীশুল্ক বাড়ানোর অজুহাত দেখানো হলেও মিয়ানমার, ইন্দোনেশিয়া এমনকি দেশি পেয়াজের দামও বাড়িয়ে দেয়া হয়েছে একই অজুহাতে। আড়তদাররা বলছেন, চাহিদার চেয়ে সরবরাহ কম থাকায় দাম বাড়ছে।