গাজায় গণহত্যার প্রতিবাদ জানিয়ে জাতীয় সংসদে ‘নিন্দা প্রস্তাব’ পাস
- আপডেট সময় : ১০:০৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩
- / ১৭৬৭ বার পড়া হয়েছে
ফিলিস্তিনি জনগণের ওপর ইসরাইলের চলমান নৃশংস গণহত্যার তীব্র প্রতিবাদ জানিয়ে জাতীয় সংসদে ‘নিন্দা প্রস্তাব’ পাস হয়েছে। সেই সঙ্গে ফিলিস্তিনীদের ওপর হত্যাকাণ্ড বন্ধে জোর দাবি জানানো হয়। গাজায় গণহত্যার প্রতিবাদ জানিয়ে দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য আবুল হাসান মাহমুদ আলী সংসদে সাধারণ আলোচনার প্রস্তাব আনেন। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা– গাজার নিরপরাধ নারী ও শিশুদের উপর ইসরাইলী বর্বরতার তীব্র নিন্দা জানিয়ে সব মুসলিম রাষ্ট্রকে ঐক্যবদ্ধভাবে ফিলিস্তিনকে রক্ষার আহ্বান জানান।
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর হত্যাযজ্ঞের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশের জাতীয় সংসদ।এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিলিস্তিনের গাজায় গণহত্যার তীব্র নিন্দা জানিয়ে এই হত্যাকাণ্ড বন্ধের জোর দাবি জানান। বলেন, ফিলিস্তিনে ইসরায়েলের নারকীয় হত্যাযজ্ঞে মানবাধিকারের চরম বিপর্যয় ঘটেছে।
ইসরাইলে পশ্চিমাদের অস্ত্র সরবরাহ বন্ধ করে ফিলিস্তিনিকে তার ন্যায্য অধিকার ফিরিয়ে দেয়ার আহ্বান জানান শেখ হাসিনা।
এসময় সরকার-প্রধান বিশ্বের সকল মুসলিম রাষ্ট্রকে ফিলিস্তিনিকে রক্ষায় ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান।