একতরফা নির্বাচনী তফসিল ঘোষণার ষড়যন্ত্র মেনে নেবে না জামায়াতে ইসলাম
- আপডেট সময় : ০১:০৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩
- / ১৮৮৪ বার পড়া হয়েছে
গণতন্ত্রপ্রিয় মানুষ সরকারের একতরফা নির্বাচনী তফসিল ঘোষণার ষড়যন্ত্র কোন ভাবেই মেনে নেবে না এবং শেখ হাসিনার অধীনে দেশে কোন নির্বাচনও হতে দেবে না বলে সতর্ক করেছেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।
নির্বাচনকালীন কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা, জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানসহ জাতীয় নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, বিরোধী দলের শান্তিপূর্ণ মহাসমাবেশে হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে টানা ৩ দিনের অবরোধ কর্মসূচির অংশ হিসাবে উত্তরায় রেলপথ অবরোধকালে এসব কথা বলেন জামায়েত নেতা রেজাউল করিম। তিনি আরও বলেন, আজকের অবরোধ বিনা ভোটের সরকারের পদত্যাগ, দুর্নীতিবাজ, খুনী ও মানবাধিকার লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ক্ষুদ্ধ জনতার সর্বাত্মক অবরোধ। এই অবরোধের মাধ্যমেই ফ্যাসীবাদী, স্বৈরাচারি ও জুলুমবাজ সরকারকে ক্ষমতা থেকে বিদায় করে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে।