অবরোধ সফল করতে রাজধানীর বিভিন্ন এলাকায় মিছিল করেছে বিএনপি
- আপডেট সময় : ০১:৩৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩
- / ১৭৭২ বার পড়া হয়েছে
বিএনপি-জামায়াতের টানা তিন দিনের অবরোধের প্রথম দিন রাজধানীতে বিচ্ছিন্ন দু’একটি ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে অতিবাহিত হচ্ছে। তবে নগরীর রাস্তায় তেমন যানবাহন ছিল না।বাস টার্মিনাল থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার বাস। ট্রেন চললেও যাত্রী খুবই সীমিত। অবরোধ সমর্থনে রাজধানীর কয়েকটি জায়গায় বিচ্ছিন্ন মিছিল করেছে বিএনপি-জামায়াতের নেতাকর্মিরা। সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী।
এই চিত্র রাজধানীর ব্যস্ততম মতিঝিল শাপলা চত্ত্বরের।
বিএনপি ও সমমনা দল ও জোট এবং জামায়াতে ইসলামীর ডাকা টানা তিন দিনের অবরোধের প্রথম দিন সকালে সড়কের পুরোটাই ফাঁকা।
একই অবস্থা রাজধানীর ব্যস্ততম যাত্রাবাড়ি এলাকার। রাস্তা অনেকটাই ফাঁকা। যানবাহন কম, নেই না চিরচেনা যানজট।
এক চিত্র ঢাকার সব প্রবেশদ্বারে।চলাচল করতে দেখা যায়নি দূরপাল্লার কোন বাস।
অবরোধ সফল করতে রাজধানীর আগারগাঁও, বনানী, মহাখালী, ধোলইখালসহ বিভিন্ন এলাকায় মিছিল করেছে বিএনপি।
এদিকে ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ এর নেতৃত্বে বিএনপি ঘোষিত অবরোধ সফল করার লক্ষ্যে দুপুর ১২টার সময়-বাংলামোটর মেইন রাস্তায় মিছিল এবং জনকণ্ঠ ভবনের সামনে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করা হয়।
ডেমরা এলাকায় মিছিল করতে গেলে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়। এ ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ।
পল্টন এলাকায় হরতালের সমর্থনে মিছিল করেছে গণতন্ত্র মঞ্চের নেতারা।সদরঘাট, উত্তরাসহ বিভিন্ন এলাকায় মিছিল করেছে জামায়াতে ইসলামী।