অবরোধের নামে মানুষের চলাচলে বাধা সৃষ্টি করলে, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির
- আপডেট সময় : ০১:৪০:৪৯ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩
- / ১৮৯৪ বার পড়া হয়েছে
অবরোধের নামে জ্বালা পোড়াও করে মানুষের চলাচলে বাধা সৃষ্টি করলে, কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছেন পুলিশ মহাপরির্শক চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন। সকালে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে এসে তিনি একথা বলেন। আইজিপি বলেন, পুলিশের ওপর হামলার জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
নির্বাচন সামনে রেখে সহিংসতার অপচেষ্টা ঠেকাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন।
২৮ অক্টোবর বিএনপি-আওয়ামী লীগের পাল্টাপাল্টি মহাসমাবেশকে কেন্দ্র করে রাজনীতির মাঠ ছিল উত্তপ্ত।সমাবেশকে ঘিরে দিনভর চলে সহিংসতা। এতে পুলিশের এক কনস্টেবলের মৃত্যু ছাড়াও বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়।
আহত পুলিশ সদস্যদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।
পরে, সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি বলেন,শান্তিপূর্ন সমাবেশের সর্বাত্মক চেষ্টা চালায় পুলিশ। কিন্তু তাতে কাজ হয়নি, উল্টো আক্রমণের শিকার হয়েছে পুলিশ।
আহতদের সঠিক চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, পুলিশের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
নির্বাচন সামনে যাতে কেউ সহিংসতা সৃষ্টি করতে না পারে,সেজন্য গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী বলেও জানান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।