অ্যাম্বুলেন্স বহরকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল, নিহত ১৫ জন

- আপডেট সময় : ০৪:৩৪:২১ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩
- / ১৭১৫ বার পড়া হয়েছে
গাজার জাবালিয়া শরণার্থী শিবিরের একটি স্কুলে হামলায় ২০ জনের প্রাণহানির পর এবার আল শিফা হাসপাতালের সামনে ও একটি অ্যাম্বুলেন্স বহরকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ১৫ জন নিহত হয়েছেন।
নিহতরা সবাই গুরুতর আহত অবস্থায় চিকিৎসা নেয়ার জন্য হাসপাতালে গিয়েছিলেন। এদিকে বিদুৎ না থাকায় মৃত্যুপুরী হওয়ার পথে রয়েছে ফিলিস্তিনের বৃহত্তম স্বাস্থ্যসেবা কেন্দ্র আল শিফা হাসপাতাল। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালটির চিকিৎসক ডা. ঘাসান আবু-সিত্তাহ। অ্যাম্বুলেন্স বহরে দ্বিতীয় হামলাটি হয় গাজার আল-রশিদ এলাকায়। আহতদের রাফা ক্রসিংয়ে নেয়ার সময় সেখানে এ বিমান হামলা চালানো হয়। ইসরায়েলের পক্ষ থেকে এসব হামলার দায় স্বীকার করে বলা হয়েছে, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের সদস্যরা অ্যাম্বুলেন্সে যাতায়াত করছিলেন। তবে এমন অভিযোগ প্রত্যাক্যান করেছেন আশরাফ আল-কুদরা।