কেউ পছন্দ করুক বা না করুক; ইসি নির্বাচন করবে : সিইসি
- আপডেট সময় : ০৭:১০:৪৯ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩
- / ১৬৫১ বার পড়া হয়েছে
বিএনপিকে ভোটে আসার আহ্বান জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিসহ সব দলের অংশগ্রহণ প্রত্যাশা করে কমিশন।
তিনি বলেন, কেউ পছন্দ করুক বা না করুক; ইসি নির্বাচন করবে। বিকেলে নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আয়োজিত দ্বিতীয় ধাপের সংলাপ শেষে একথা বলেন তিনি।
বিএনপির প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে সিইসি বলেন, নির্বাচনে অংশগ্রহণ করে যাতে সফল হন সেই শুভকামনা ইসির পক্ষ থেকে থাকবে। তিনি জানান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ইতিবাচক ছিল। কিছু কিছু দল দাবি করেছে, পরিবেশ অনুকূল নয়। বিকেলে দ্বিতীয় ধাপের সংলাপেও ১৩টি দল অংশ নিয়েছে। যোগ দেয়নি বিএনপি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল, কৃষক শ্রমিক জনতা লীগ ও জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি।