সক্রিয়ভাবে বাংলাদেশ যথেষ্ট উন্নয়ন করেছে : পরিকল্পনা মন্ত্রী
- আপডেট সময় : ০৮:০৫:৪২ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩
- / ১৭৭৭ বার পড়া হয়েছে
দক্ষিণ এশিয়ায় অর্থনৈতিক অগ্রগতি বাড়াতে শক্তিশালী আঞ্চলিক সংযোগ প্রয়োজন বলে মনে করছেন বিশ্লেষকরা। রাজধানীর শেরাটন হোটেলে সিপিডি আয়োজিত সাউথ এশিয়া ইকোনমিক সামিটে এসব কথা জানান বক্তারা। সক্রিয়ভাবে বাংলাদেশ যথেষ্ট উন্নয়ন করেছে জানিয়ে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, এ অঞ্চলের মানুষের অবাধ প্রবেশাধিকার এখন জরুরি। আর অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে একসঙ্গে কাজ করার বিকল্প নেই, মনে করছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
জাতীয় এবং বৈশ্বিক প্রেক্ষাপটে আঞ্চলিক সহযোগিতার পুনর্বিন্যাস নিয়ে ১৪তম দক্ষিণ এশীয় অর্থনৈতিক সামিটের আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ- সিপিডি।
অনুষ্ঠানে আঞ্চলিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরনের বক্তারা। সভাপতির বক্তব্যে সিপিডির চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান বলেন, শুধু আলোচনায় সীমাবদ্ধ না থেকে পারস্পরিক সহযোগিতা বাস্তবায়ন করতে হবে।
সীমান্তের সব ধরণের বাধা দূর করা গেলেই এই অঞ্চলের সম্ভাবনাময় অগ্রগতি সম্ভব হবে বলে জানান, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।
প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় এক সাথে কাজ করা তাগিদ দেন।