নির্বাচন ও নির্বাচনকালীন সরকারের প্রশ্নে সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই : আইনমন্ত্রী
- আপডেট সময় : ০৮:২০:১৬ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩
- / ১৬২৭ বার পড়া হয়েছে
নির্বাচন ও নির্বাচনকালীন সরকারের প্রশ্নে সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সংবিধান নিয়ে সমঝোতার কোন সুযোগ নেই। সাম্রাজ্যবাদীদের দেয়া দাক্ষিণ্যে নয়, বাংলাদেশ সংবিধান পেয়েছে ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে। রাজধানীতে জাতীয় সংবিধান দিবসের সেমিনারে তারা এসব কথা বলেন।
নির্বাচনকালীন সরকারের প্রশ্নে উত্তপ্ত দেশের রাজনীতি। সময় যত গড়াচ্ছে সরকার ও বিরোধী দলের মাঝে ততোই বাড়ছে দূরত্ব, দেখা দিচ্ছে রাজনৈতিক সংঘাত।
উদ্বেগজনক এমন পরিস্থিতিতে জাতীয় সংবিধান দিবসের সেমিনারে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, রাজনৈতিক পরিস্থিতি যেমনই হোক, সংবিধান নিয়ে সমঝোতার সুযোগ নেই।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত সেমিনারে আইনমন্ত্রী বলেন, সংবিধান মেনেই হবে জাতীয় সংসদ নির্বাচন।
আলোচনায় পঞ্চম সংশোধনী বাতিল রায়ের উদাহরণ তুলে ধরে বিচারপতি এটিএম ফজলে কবীর বলেন, যারা জোর করে ক্ষমতা দখল করবে, রাষ্ট্রদ্রোহী হিসেবে তাদের বিচারের মুখোমুখি করা হবে।