নির্বাচনে বিএনপি অংশ নেবে বলে প্রত্যাশা প্রধান নির্বাচন কমিশনারের
- আপডেট সময় : ১০:৪১:০১ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩
- / ১৭৪৬ বার পড়া হয়েছে
নির্বাচন কমিশনের ডাকে সাড়া না দেয়া দলগুলোর জন্য অপেক্ষা করবেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। নিবন্ধিত দলগুলোর সাথে বৈঠক শেষে তিনি একথা বলেন। নির্বাচনের অনূকূল আর প্রতিকূল পরিবেশ হওয়াটা আপেক্ষিক মন্তব্য করে, সংকট নিরসনের সামর্থ্য কমিশনের নেই বলেও জানান কাজী হাবিবুল আউয়াল।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজপথে সোচ্চার রাজনৈতিক দলগুলো। সভা, সমাবেশ আর পাল্টা-পাল্টি কর্মসূচিতে ব্যাহত হচ্ছে নির্বাচনী পরিবেশ। এমন অবস্থায় ভোটের সর্বশেষ প্রস্তুতি নিয়ে দ্বিতীয় দফায় নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের আয়োজন করে নির্বাচন কমিশন।
রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে, ৪৪টি নিবন্ধিত দলের মধ্যে আওয়ামী লীগসহ ২৬ দল সংলাপে অংশ নেয়। আর বিএনপি ও সমমনাসহ ১৮টি দল সংলাপ বর্জন করে।
দ্বিতীয় পর্বের সংলাপে অংশ নেয়া রাজনৈতিক দলগুলো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানায়।
২৬ দলের সাথে সংলাপের পর প্রধান নির্বাচন কমিশনার জানান, আলোচনা ইতিবাচক হলেও নির্বাচনের পরিবেশ নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।
রাজনৈতিক সংকট নিরসনের সামর্থ্য নির্বাচন কমিশনের নেই জানিয়ে সিইসি বলেন, কমিশন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সব দলের সক্রিয় অংশগ্রহণ চায়।
সংবিধান মেনেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে এবং তাতে বিএনপি অংশ নেবে বলে প্রত্যাশা করেন কাজী হাবিবুল আউয়াল।