আমীর খসরুকে গ্রেফতারের প্রতিবাদে হরতাল-অবরোধে স্থবির চট্টগ্রাম
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০২:০৯ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩
- / ১৯০১ বার পড়া হয়েছে
বিএনপির ডাকা হরতাল-অবরোধে স্থবির বন্দর নগরী চট্টগ্রাম। বিভিন্ন পয়েন্টে হরতালের সমর্থনে মিছিল ও পিকেটিং করেছে দলীয় নেতাকর্মীরা। কেন্দ্র ঘোষিত অবরোধের পাশাপাশি দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরুকে গ্রেফতার ও রিমান্ডের নামে হয়রানীর প্রতিবাদে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় বিএনপি।
সকাল থেকেই নগরীর জিইসি মোড়, সিটি গেইট, আগ্রাবাদ এক্সেস রোড, পোর্ট কানেক্টিং রোডসহ বিভিন্ন পয়েন্টে হরতাল ও অবোরোধের সমর্থনে মিছিল করে নেতাকর্মীরা। অন্যান্য দিনের মতো গাড়ি ভাংচুর অগ্নিসংযোগের ঘটনা না ঘটলেও সকাল থেকে রাস্তায় ব্যক্তিগত গাড়ি চলাচল কিংবা গণপরিবহনের উপস্থিতি ছিলো একেবারেই হাতে গোনা। দূরপাল্লার কোন যানবাহনও ছাড়েনি চট্টগ্রাম থেকে। একরকম স্বত:স্ফুর্ত হরতাল পালিত হচ্ছে বন্দর নগরী চট্টগ্রামে।