কারখানায় হামলা ও ভাংচুরের মামলায় আসামি প্রায় ১৫’শ জন
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:০৭:২৩ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩
- / ২১৩৮ বার পড়া হয়েছে
শ্রমিকদের আন্দোলনের মুখে নতুন মজুরি নির্ধারণের প্রক্রিয়া দ্রুত শেষ করার উদ্যোগ নিয়েছে সরকার ও মালিকপক্ষ। আগামীকাল মঙ্গলবার নিম্নতম মজুরি বোর্ডের সভায় সিদ্ধান্ত চূড়ান্ত হতে পারে। এদিকে, আশুলিয়ায় পোশাক কারখানায় হামলা ও ভাংচুরের ৩ মামলায় আসামি করা হয়েছে অজ্ঞাত প্রায় ১৫’শ জনকে।
সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে আজও শিল্পাঞ্চল এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে। গেলো কয়েকদিনে আশুলিয়া শিল্পাঞ্চলে হামলা ও ভাংচুরের ৩টি মামলায় আসামি করা হয়েছে অজ্ঞাত ১৫’শ জনকে। গত সপ্তাহে আশুলিয়ার কাঠগড়া এলাকার সেইন এ্যাপারেলস লি. জামগড়ার বেরন এলাকার হামীম গ্রুপের নেক্সট কালেকশন লি. এবং ধনাইদের ডিসাং সোয়েটার কারখানায় হামলা ও ভাংচুরের ঘটনায় কারখানা কতৃপক্ষ পৃথক ৩টি মামলা দায়ের করেন।