অবরোধের শেষ দিনে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ-মিছিল করে বিএনপি
- আপডেট সময় : ০২:০০:৪৯ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩
- / ১৮০০ বার পড়া হয়েছে
সরকারের পদত্যাগ দাবিতে বিএনপির ৪৮ ঘন্টা অবরোধের শেষ দিনের দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ-মিছিল হয়েছে। অবরোধের দ্বিতীয় দিনেও স্থবির ছিল বন্দর নগরী চট্টগ্রাম। সিলেট ও বরিশালে হয়েছে বিক্ষিপ্ত পিকেটিং।
নারায়ণগঞ্জে অবরোধের শেষ দিনে সিদ্ধিরগঞ্জ ও বন্দরের মদনপুরে এশিয়ান হাইওয়ে সড়কে ঝটিকা মিছিল বের করে। আগুন জ্বালিয়ে অবরোধ করে যুবদলের নেতাকর্মীরা। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ, রেব ও বিজিবি মোতায়েন রয়েছে।
বগুড়ায় মহাসড়কে দাঁড়িয়ে থাকা লরিতে আগুন দিয়েছে পিকেটাররা। ঢাকা-রংপুর মহাসড়ককে চার লেনে উন্নীতকরণ প্রকল্পের কাজে নিয়ে আসা হয়েছিল পানিবাহী ওই লরি। এদিকে, বনানীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিএনপি নেতা কর্মীরা। বগুড়া-রংপুর মহাসড়কে লাঠিসোটো নিয়ে বিক্ষোভ করেছে জামাত নেতা কর্মীরা।
ময়মনসিংহে বিক্ষোভ মিছিল করেছে মহানগর যুবদল।
বিএনপির ডাকা অবরোধের দ্বিতীয় দিনেও স্থবির ছিল বন্দর নগরী চট্টগ্রাম। বিভিন্ন পয়েন্টে হরতালের সমর্থনে মিছিল ও পিকেটিং করেছে দলিয় নেতাকর্মীরা। এদিকে চট্টগ্রামের আতুরার ডিপো এলাকায় সিএনজি অটোরিকশায় আগুন দেয়া হয়।
মুন্সীগঞ্জ সদরের খালইস্ট জামে মসজিদে পর পর ৩ টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। বিস্ফোরণের কয়েক মিনিটের মধ্যেই ঘটনাস্থলটির নিয়ন্ত্রনে নেন আইনসৃংখলা বাহিনী।
সকালে সিলেট নগরীতে মহানগর স্বেচ্ছাসেবক দল বিক্ষোভ মিছিল করে। অবরোধকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা বাহিনীর টহল বাড়ানো হয়েছে। দোকান ও বিপণি বিতান বন্ধ রয়েছে।
বরিশালে সকালে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। অবরোধে বরিশালে সীমিত আকারে চলাচল করছে বাস ও লঞ্চ।
অবরোধের দ্বিতীয় দিনে সকাল থেকে গাজীপুরের ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে দূরপাল্লার, আন্তজেলা বাস, মিনিবাস ও হালকা যানবাহন চলাচল করতে দেখা গেছে। এদিকে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় যাত্রীবাহী একটি বাসে উঠে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
সাতক্ষীরায় ব্যাপক নিরাপত্তামূলক পদক্ষেপ গ্রহণ করেছে জেলা প্রশাসন। সকাল থেকে বিভিন্ন রুটে যান চলাচল স্বাভাবিক রাখতে জেলা প্রশাসনের চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে গঠিত দল বিভিন্ন সড়কে সার্বক্ষনিক অভিযানে রয়েছে।