অবরোধে খাতুনগঞ্জের দেড় হাজার কোটি টাকার ক্রয়-বিক্রয় নেমে এসেছে তিনশো কোটিতে
- আপডেট সময় : ০২:২৬:২২ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩
- / ১৭১৭ বার পড়া হয়েছে
হরতাল অবোরোধে স্থবির দেশের সবচেয়ে বড় পাইকারী বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জ। দৈনিক দেড় হাজার কোটি টাকার ক্রয়-বিক্রয় নেমে এসেছে তিনশো কোটিতে। অন্য জেলার পাইকাররা আসতে না পারায়, পচনশীল পণ্য নিয়ে বিপাকে আড়তদাররা। ব্যবসায়ীরা বলছেন, এভাবে চলতে থাকলে, অল্প সময়ে ভেঙ্গে পড়বে সাপ্লাই চেইন। আরেকদফায় অস্থিরতা ছড়াবে নিত্যপণ্যের বাজারে।
দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জের চিত্র এটি। বাজারের প্রতিটি অলিগলি এখন ফাঁকা। অলস বসে আছে ঠেলাগাড়ি। ক্রেতার সংকটে অনেক দোকান ও আড়ত বন্ধ। গেলো ৭ দিন হরতাল অবোরোধে এমন স্থবিরতা নেমেছে।
ব্যবসায়ীরা বলছেন, দুরপাল্লার গাড়ি চলাচল না করায় অন্য জেলার ব্যবসায়ীরা আসতে পারছেন না। আর মহাসড়কে পণ্যবাহি গাড়িতে হামলার কারনে, পরিবহণ সংকট তীব্র। ভাড়াও বেড়েছে। পোষাতে পারছেন না ব্যবসায়ীরা।
ডলার সংকটে আমদানী নিয়ন্ত্রণ নীতিতে অনেকদিন ধরেই মন্দা কাটছে না খাতুনগঞ্জে। এখন মরার ওপর খারার ঘা হয়ে দেখা দিয়েছে হরতাল অবোরোধের কর্মসুচি।
এমন অবস্থা চলতে থাকলে আরেকদফা অস্থিরতা দেখা দেবে নিত্যপণ্যের বাজারে। এমন পরিস্থিতি উত্তরনে দ্রুত রাজনৈতিক ও নীতিগত পদক্ষেপ নিতে হবে সরকারকে।
দৈনিক অন্তত দেড় হাজার কোটি টাকার হাতবদল হয় খাতুনগঞ্জকে কেন্দ্র করে। হরতাল-অবোরোধের তা নেমে এসেছে তিনশো কোটির নিচে।