অস্ত্র ও গুলিসহ ঝিনাইদহে অস্ত্র ব্যবসায়ী আটক

- আপডেট সময় : ০৪:৫১:০৮ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩
- / ১৯১২ বার পড়া হয়েছে
ঝিনাইদহে অস্ত্র ও গুলিসহ এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
সকালে সদর উপজেলার দীঘিরপাড় গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আজিম-উল আহসান জানান, অস্ত্র কেনাবেচা করা হচ্ছে এমন খবরে সদর উপজেলার দীঘিরপাড় গ্রামে অভিযান চালায় ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের একটি টিম। ঘটনাস্থল থেকে আটক করা হয় মাগুরার শালিখা উপজেলার ইজারত আলীকে।
পরে তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি বিদেশী পিস্তল, ১ টি ম্যাগাজিন ও ২ রাউন্ড গুলি। এ ঘটনায় সদর থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।