জেসিআই ঢাকা সাউথের নতুন কমিটি ঘোষণা, প্রেসিডেন্ট হলেন জাহিদ হোসেন
- আপডেট সময় : ০৩:৪৬:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩
- / ১৬১১ বার পড়া হয়েছে
জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ঢাকা সাউথের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। রাজধানীর গুলশানে অনুষ্ঠিত জেসিআই ঢাকা সাউথের বার্ষিক সাধারণ সভায় ২০২৪ সালের নির্বাহী কমিটি গঠন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন সংগঠনের জেসিআই বাংলাদেশ ন্যাশনাল প্রেসিডেন্ট জিয়াউল হক, ডেপুটি ন্যাশনাল প্রেসিডেন্ট ইমরান কাদির, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কাজী ফাহাদ এবং ন্যাশনাল কমিটির নেতারা।
ঢাকা সাউথের ২০২৪ সালের লোকাল জেসিআই প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বি এম জাহিদ হোসেন মারুফ। কার্যনির্বাহী কমিটিতে আছেন আইপিএলপি ইকবাল ইলাহি খান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জাহিদ হাসান খান, ভাইস প্রেসিডেন্ট আশরাফ হোসেন সানি ও কাজী মোতাহাজ্জাদ বিল্লাহ রাকিব এবং সেক্রেটেরি জেনারেল সারারা খান।
কমিটিতে আরও আছেন জিএলসি ফারহানা আনিস খান, ট্রেজারার অর্নি রুবায়েত আখন্দ, ডিরেক্টরস মৌনতা আলম, নিয়াজ হাসনাত শাওন, মাহবুব রহমান তারিক, এক্সিকিউটিভ এসিস্ট্যান্ট টু এলপি কে আর হাসান, কমিটি চেয়ার তানজিল রহমান শোভন এবং আলতাফ কামাল শুদ্ধ।
নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন জেসিআই বাংলাদেশের ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট এবং ২০২৩ সালের জেসিআই সাউথের আইপিএলপি স্টিভ ডি সিলভা। জেসিআই ঢাকা সাউথের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণার আগে সংগঠনের ২০২৩ সালের পঞ্চম সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ১৮ থেকে ৪০ বছর বয়সী উদ্যমী তরুণদের একটি সংগঠন। যার সদরদপ্তর যুক্তরাষ্ট্রের মিসৌরির সেন্ট লুইসে অবস্থিত। ১২০টিরও বেশি দেশে সংগঠনটি কাজ করছে। সারাবিশ্বে সংগঠনের সদস্য সংখ্যা ২ লাখের বেশি। সামাজিক উন্নয়নে বাংলাদেশে সংগঠনটির পাঁচ হাজারেরও বেশি সদস্য বর্তমানে সক্রিয়।