গাজীপুরে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে নারী পোশাকশ্রমিক নিহত
- আপডেট সময় : ০৪:২৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩
- / ২০১১ বার পড়া হয়েছে
গাজীপুরের কোনাবাড়ীতে বিক্ষোভরত শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে নারী পোশাকশ্রমিক নিহত হয়েছেন। বিক্ষোভ চলাকালে শ্রমিকেরা যানবাহন ভাঙচুর ও সড়কে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করেন।
সকালে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। নিহত পোশাকশ্রমিকের নাম আঞ্জুয়ারা খাতুন কোনাবাড়ীর ইসলাম গার্মেন্টসে সেলাই মেশিন অপারেটর পদে কাজ করতেন। পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা করার দাবিতে অন্য সবার সঙ্গে বিক্ষোভে নামেন তিনি।
সকাল সাড়ে ৯টার পর থেকে গাজীপুর সিটির কোনাবাড়ী, জরুনসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেছেন শ্রমিকেরা। তাঁদের আন্দোলনে গুলি ও কাঁদানে গ্যাস ছুড়ে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এ সময় অন্তত ১০ জন শ্রমিক আহত হয়েছেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। তাঁদের উদ্ধার করে কোনাবাড়ী পপুলার, কোনাবাড়ী ক্লিনিক ও গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।