অবরোধ আহবানকারীরাই নাশকতার সাথে জড়িত : ড. খন্দকার মহিদ উদ্দিন

- আপডেট সময় : ০৮:১৬:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ নভেম্বর ২০২৩
- / ২২২৮ বার পড়া হয়েছে
অবরোধ আহবানকারীরাই নাশকতার সাথে জড়িত বলে অভিযোগ করেছেন, ডিএমপি’র অতিরিক্ত কমিশনার ড. খন্দকার মহিদ উদ্দিন। তিনি জানান, ২৮ অক্টোবর থেকে এ পর্যন্ত ৬৪ বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়েছে। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে একথা বলেন খন্দকার মহিদ। ডিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার আরো বলেন, রাজনৈতিক কর্মসূচি সুষ্ঠুভাবে পালন করলে পুলিশ সহায়তা করবে। আর কর্মসূচির নামে নাশকতা করলে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলেও হুশিয়ারি দেন তিনি ।
বিএনপির অবরোধ কর্মসূচিতে ঢাকা সহ সারাদেশে যানবাহন ভাঙচুর ও আগুন দেয়া হয়। জড়িতদের বেশ কয়েকজনকে শনাক্ত করে গ্রেপ্তার করেছে ডিএমপি। সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার খন্দকার মহিদ উদ্দিন।
তিনি জানান, ২৮ অক্টোবর থেকে এখন পর্যন্ত ৬৪ বাসেআগুন দেয়ার ঘটনায় গ্রেপ্তারকৃতরা বিএনপি-জামায়াত কর্মী। কর্মসূচির নামে নামে নাশকতা ও অগ্নিসংযোগ করা হলে আইনানুগ ব্যবস্থা নেয়ার হুশিয়ারি দেন তিনি। নাশকতাকারীদের ধরিয়ে দেওয়ার জন্য একজনকে পুরস্কৃত করা হয়েছে বলে জানান খন্দকার মহিদ উদ্দিন।